image
ছবিঃ সংগৃহীত

বেগমগঞ্জে পরিত্যক্ত এলজি উদ্ধার

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর বেগমগঞ্জে পরিত্যাক্ত স্থান থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করেছে র‌্যাব। গতকাল শনিবার বিকেল ৪টার সময় বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আলাইয়ারপুর গ্রামে একটি ঝোপের ভেতর থেকে এ অস্ত্রটি উদ্ধার করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১,সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিপিসি-৩, নোয়াখালী) কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেনিয়াবাত বিষয়টি নিশ্চিত করে বলেন,অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযান চলাকালে গোপন সংবাদ পেয়ে শনিবার বিকেল ৪টার দিকে রমনীরহাট-চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার সড়কে আলাইয়ারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলাইয়ারপুর গ্রামে ঝোপের ভেতর থেকে পরিত্যাক্ত একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি