গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জাহিদুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তির নারী সঙ্গে অনৈতিক কাজে বাধা দেওয়ার জেরে মোজাম্মেল মন্ডল (৪২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এর আগে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় এলাকার চান্দের বাজার দক্ষিণ পাশে ঘাঘট নদী সংলগ্ন স্থানে মোজাম্মেল মন্ডলকে হত্যার চেষ্টা করা হয়। আহত মোজাম্মেল মন্ডল ওই ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের নায়েব আলী মন্ডলের ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে পার্শ্ববর্তী রসুলপুর ইউনিয়নের কুটিপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে জাহিদুল ইসলাম এক নারীর সঙ্গে অসামাজিক কাজের চেষ্টা করেন। সেই সময়ে মোজাম্মেল মন্ডল তাকে বাধা দেন। এরই জেরে জাহিদুল ইসলাম শত্রুতা পোষণ করে আসছিলেন। এরই একপর্যায়ে গত শুক্রবার প্রায় সাড়ে ১২টার দিকে মোজাম্মেল মন্ডলকে বামনপাড়ার এক জানাজা নামাজ থেকে আসার পথে তাকে পথরোধ করেন। এরপর জাহিদুল ইসলাম ও তার ভাই মুসা মিয়াসহ আরও অনেকে রড ও ধারালো অস্ত্র দিয়ে মোজাম্মেল মন্ডলকে কোপাতে থাকে। এসময় তার মাথা ও পা-সহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করেছে জাহিদুল ইসলাম গংরা। এ ঘটনায় মোজাম্মেল মন্ডলের আর্তচিৎকারে রফিকুল ইসলাম ও সোহান মিয়া নামের যুবকসহ আরও অনেকে এগিয়ে এসে মোজ্জাম্মেল মন্ডলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে স্বজনরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ তথ্য নিশ্চিত করে আহত মোজাম্মেল মন্ডলের স্ত্রী রেহেনা বেগম বলেন, পরিকল্পিতভাবে জাহিদুল গংরা আমার স্বামীকে হত্যার চেষ্টা করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনও
অর্থ-বাণিজ্য: ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার
আন্তর্জাতিক: ইরানে ট্রাম্পের জয়ের সহজ কোনো পথ নেই
সারাদেশ: বাগাতিপাড়ায় যুবক নিখোঁজ