জয়পুরহাটের কালাইয়ে মাদক মামলায় পাঁচ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রশিদকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার, (১৮ জানুয়ারী ২০২৬) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। এর আগের দিন রাতে রাজধানীর মধুবাগ এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তা তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ কালাই পৌর শহরের সড়াইল মহল্লার আব্দুস সাত্তারের ছেলে বলে জানাগেছে।
পুলিশ সুত্রে জানাগেছে, ২০১৬ সালের ১৫ মার্চ মাদক বিক্রির দায়ে আসামী আব্দুর রশিদকে মাদকসহ গ্রেফতারের পর কালাই থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলা তদন্ত শেষে তৎকালিন মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে ২০২৫ সালের ২ জানুয়ারি মাদক মামলার আসামী আব্দুর রশিদের অনুপস্থিতিতে দায়রা জজ আদালতের বিচারক তার পাঁচ বছরের কারাদন্ড, সেই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরোও ১ বছরের কারাদন্ডের আদেশ দেন। এরপর থেকেই পুলিশ তাকে খুঁজছিল। শনিবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ রাজধানীর মধুবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ওসি রফিকুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তা রাজধানীর মধুবাগ এলাকা থেকে পলাতক আসামি আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনও
অর্থ-বাণিজ্য: ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার
আন্তর্জাতিক: ইরানে ট্রাম্পের জয়ের সহজ কোনো পথ নেই
সারাদেশ: বাগাতিপাড়ায় যুবক নিখোঁজ