বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের দেবী মা সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এখন উৎসবের আমেজ। সরস্বতী পূজা সামনে রেখে উপজেলার বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ পূজাকে ঘিরে সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দিন-রাত পরিশ্রম করে তারা তৈরি করছেন নানা আকার ও নকশার সরস্বতী প্রতিমা। আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সরস্বতি পূজা অনুষ্ঠিত হবে।
হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী জমিদার বাড়ি দুর্গা মন্দির প্রাঙ্গণ এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিস রোডের সামনের এলাকায় গিয়ে দেখা যায়, সারি সারি প্রতিমা সাজিয়ে রাখা হয়েছে। রং, নকশা ও অলংকরণে প্রতিটি প্রতিমাই আলাদা বৈশিষ্ট্য বহন করছে। প্রতিমাগুলোর সামনে ভিড় করছেন মন্দির কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা। কেউ পছন্দ করছেন প্রতিমা, কেউ আবার দরদাম করছেন।
এ বছরও শরীয়তপুর জেলা থেকে হাজীগঞ্জে এসে প্রতিমা তৈরির কাজ করছেন অভিজ্ঞ মৃৎশিল্পী গৌতম পাল। তিনি প্রতি বছরই সরস্বতী পূজার মৌসুমে বিভিন্ন এলাকায় মন্দির প্রাঙ্গণ ভাড়া নিয়ে প্রতিমা তৈরি করে থাকেন। গৌতম পাল জানান, প্রতি বছর নির্ধারিত একটি ভাড়া ও অনুমতির মাধ্যমে তিনি নির্দিষ্ট স্থানে প্রতিমা তৈরির কাজ করেন। তারই ধারাবাহিকতায় এ বছর হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারের শ্রী শ্রী জমিদার বাড়ি দুর্গা মন্দির প্রাঙ্গণে তিনি প্রতিমা তৈরির কারখানা স্থাপন করেছেন।
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনও
অর্থ-বাণিজ্য: ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার
আন্তর্জাতিক: ইরানে ট্রাম্পের জয়ের সহজ কোনো পথ নেই
সারাদেশ: বাগাতিপাড়ায় যুবক নিখোঁজ