image
ছবিঃ সংগৃহীত

ঝালকাঠিতে দুর্নীতিমুক্ত দেশ গড়তে মতবিনিময়

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একটি নতুন সংগঠন গ্রীণ ফোর্স বাংলাদেশ এর আয়োজন করেছেন।

গতকাল শনিবার বিকেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রিন ফোর্স বাংলাদেশের ন্যাশনাল কোঅর্ডিনেটর ডা. এসএম হক। প্রধান আলোচক ছিলেন এই সংগঠনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ড. মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডেপুটি কো-অর্ডিনেটর অধ্যাপক জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন ঝালকাঠির এই সংগঠনের প্রস্তাবিত সভাপতি সাকিনা আলম লিজা। অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি মো. আক্কাস সিকদার ও সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান পারভেজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এই সংগঠনের প্রস্তাবিত সহসভাপতি আল আমিন বাকলাই, এনসিপির ঝালকাঠির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না। অন্যদের মধ্যে উপস্থিত ব্যক্তিরা এই সংগঠনের কার্যকলাপ ও করনীয় বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রধান অতিথি তার জবাব দেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি