দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনে অবৈধ মাদকদ্রব্য সরবারহ ও পাচার বর্তমানে নিয়মে পরিণত হয়েছে। গোপন খবরের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তারসহ ২৩ কেজি গাঁজা উদ্ধার করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার রাত ৯টার দিকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্টান্ডে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১১ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সন্ধ্যার দিকে খানজাহান আলী মাজার মোড়ের জারিফ হোটেলের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা রায়েন্দাগামী একটি যাত্রীবাহী পরিবহনবাস তল্লাশি করে ১২ কেজি গাঁজাসহ বাদশা হাওলাদার (৫৫) নামের অপর এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাসুম খান বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রোববার রাতে ২ জন মাদক বিক্রেতাকে বিপুল পরিমাণ গাজাসহ আটক করে থানায় সোপর্দ করেছে। সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: স্যাটেলাইটের মাধ্যমে কল ও বার্তা পাঠানোর প্রযুক্তি আনছে ইনফিনিক্স
বিজ্ঞান ও প্রযুক্তি: রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি