গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর)
পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৩ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচনী এলাকায় শুরু হয়েছে কর্মচাঞ্চল্য। তবে ভোটের উত্তাপের পাশাপাশি উঠে আসছে এই জনপদের দীর্ঘদিনের বঞ্চনা আর অবহেলার চিত্র। এখানকার ভোটারদের সাফ কথা- পেশিশক্তি বা অর্থের জোর নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবেন এমন যোগ্য ও গণমানুষের নেতাই হবেন আগামী দিনের সংসদ সদস্য।
জনদাবি ও স্থানীয় সমস্যা গ্রামীণ জনপদনির্ভর এই দুই উপজেলায় আধুনিকতার ছোঁয়া তেমন লাগেনি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এখানে ছোট-বড় শিল্প-কলকারখানা স্থাপন করা হোক। বিশেষ করে বিশাল জনগোষ্ঠীর জন্য কর্মমুখী প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থার অভাব প্রকট।
স্বাস্থ্য খাতেও রয়েছে ভোগান্তি। পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট নিত্যদিনের ঘটনা। এছাড়া মহাসড়ক-সংলগ্ন হওয়ায় পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই স্থানীয়দের প্রাণের দাবি, এখানে দ্রুত একটি উন্নতমানের ট্রমা সেন্টার স্থাপন করা হোক। অন্যদিকে, যোগাযোগ ব্যবস্থায় বেহাল দশা ও অপরিকল্পিত উন্নয়নের ফলে কৃষি জমি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। কৃষিপ্রধান অঞ্চল হওয়া সত্ত্বেও কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। সাধারণ ভোটারদের প্রত্যাশা, জবাবদিহিতার মাধ্যমে সরকারি সেবা ও উন্নয়নের সুফল যেন সরাসরি জনগণের পকেটে পৌঁছায়।
ভোটের পরিসংখ্যান গাইবান্ধা-৩ আসনে এবার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০১ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার রয়েছেন ৯ জন। এবারের নির্বাচনে নতুন ভোটার যুক্ত হয়েছেন ২৭ হাজার ৯০৫ জন। এর মধ্যে পলাশবাড়ী উপজেলায় ১১ হাজার ১৪০ জন ও সাদুল্লাপুর উপজেলায় ১৬ হাজার ৭৬৫ জন নতুন ভোটার বেড়েছে। আসনটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৪৬টি এবং ভোটকক্ষ থাকবে ৯৫৮টি।
মনোনয়ন যাচাই-বাছাই ও উচ্চ আদালতের আদেশে গাইবান্ধা-৩ আসনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮ জন প্রার্থী। তারা হলেন বিএনপি’র অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জামায়াতে ইসলামীর আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় পার্টির মইনুর রাব্বী চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এ টি এম আওলাদ হোসাইন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মোছাদ্দিকুল ইসলাম, গণঅধিকার পরিষদ এর সুরুজ মিয়া, স্বতন্ত্র থেকে এস এম খাদেমুল ইসলাম খুদি ও আজিজার রহমান বিএসসি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তÍতি নেওয়া হয়েছে। এ বিষয়ে রিটার্নিং অফিসার ও গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, ভোটার ও প্রার্থীদের সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তÍতি গ্রহণ করা হয়েছে।
সারাদেশ: কাজে আসছে না ৫৫ লাখ টাকা সেতু
অর্থ-বাণিজ্য: আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ালো ৩৭ শতাংশে
সারাদেশ: নীলফামারীতে মাদকসহ গ্রেপ্তার ২
অর্থ-বাণিজ্য: ইউনিয়ন ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন