টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ভবানীপুর পাকা রাস্তা হতে চেচুয়া-চিনামুড়া ঈদগাহ মাঠ পর্যন্ত ৭৪৫ মিটার রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়রা দফায় দফায় মানসম্মত কাজের দাবি জানালেও, মানছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে করে নষ্ট হচ্ছে সরকারী কোষাগারের টাকা।
২০২৪-২০২৫ অর্থবছরের টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভার ভবানীপুর পাকা রাস্তা হতে চেচুয়া-চিনামুড়া ঈদগাহ মাঠ পর্যন্ত ৭৪৫ মিটার রাস্তার কাজের টেন্ডার দেয় এলেঙ্গা পৌরসভা রাস্তা নির্মাণব্যয় ৫০ লাখ ১৫ হাজার আট শত ২৫ টাকা এই কাজ পায় এম এইচ - এম এন সি জবি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রোভাইটর মহিবুল হক।
নিম্নমানের খোয়া দিয়ে কাজ করার সময় আব্দুল গফুর, আব্দুল মান্নান ও বারেক তালুকদারসহ এলাকাবাসীর পক্ষ থেকে কয়েকজন কাজের বাধা দিলেও সেটাকে কর্ণপাত না করে কাজ চালিয়ে যায়।
ঠিকাদারের লোকজন নিম্নমানের খোয়াগুলো গাড়িতে করে এনে ফেলার পর লেবার দিয়ে খোয়া রাস্তায় ছড়িয়ে দেয়। এসময় একাধিক পথচারী জানান, নিম্নমানের ইটের খোয়া এবং পোড়া মাটি মিশ্রিত খোয়া দিয়ে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা আরো জানান, রাস্তার পাশে কিছু কিছু জায়গায় গাইড ওয়াল দেয়ার কথা থাকলেও গাইড ওয়ালের ভিতরে মাটি দেয়ার কথা সেখানে বালি দেয়া হচ্ছে।
তারা আরো বলেন, ২২-২৩ আগে এলেঙ্গা পৌরসভার ইঞ্জিনিয়ার এসে নিম্নমানের খোয়া সরিয়ে নিয়ে পুনরায় ভালো খোয়া দিয়ে কাজ করতে বলছেন।
কিন্তু এখন পর্যন্ত নিম্নমানের খোয়া রাস্তায় রয়ে গেছে এতে করে খোয়ার উপর দিয়ে জনসাধারণের চলাফেরা দুর্ভোগে পড়ছেন। তাদের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে সঠিকভাবে কাজ শেষ করার।
সোমবার, (১৯ জানুয়ারী ২০২৬) বিকেলে সরেজমিনে দেখা যায়, এলেঙ্গা পৌরসভার ভবানীপুর পাকা রাস্তা হতে চেচুয়া-চিনামুড়া ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তায় নিম্নমানের ইটের খোয়ার ব্যবহার। রাস্তা নির্মাণ কাজটি শুরু হয় ২৭ -৫ -২০২৫ সালে, কাজটি শেষ করার সময় ছিল ৩০-১১-২০২৫ তারিখে।
প্রোভাইটর মহিবুল হক মোবাইল ফোনে বলেন, কিছু খোয়া নিম্নমানের দেয়া হইছিল সেটা রিমুভ করা হবে।
এলেঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী সবুজ হোসেন এ বিষয়ে বলেন, নিম্নমানের খোয়া দিয়ে কাজ করার সংবাদ পেয়ে আমরা সরেজমিনে গিয়ে খোয়াগুলো রিমুভ করার জন্য ঠিকাদারকে বলে দিয়েছি। নিম্নমানের খোয়াগুলো রিমুভ না করা পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করতে পারবে না।
সারাদেশ: কাজে আসছে না ৫৫ লাখ টাকা সেতু
অর্থ-বাণিজ্য: আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ালো ৩৭ শতাংশে
সারাদেশ: নীলফামারীতে মাদকসহ গ্রেপ্তার ২
অর্থ-বাণিজ্য: ইউনিয়ন ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন