মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর মাদারীপুর ও শরীয়তপুর জেলা নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকগঞ্জে সাটুরিয়ায় ২৫ সুফল ভোগীদের মাঝে ৭৫টি ভেড়া বিতরণ করা হয়েছে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত সোমবার সকাল ১১টার দিকে অফিস চত্বরে প্রকল্প পরিচালক ডক্টর আব্দুর রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফলভোগীদের মাঝে ভেড়া বিতরণ করেন ।
প্রকল্প পরিচালক ডক্টর আব্দুর রহিম বলেন, ঢাকা বিভাগের মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর মাদারীপুর ও শরীয়তপুর এই ৭টি জেলার ৩১টি উপজেলার ১২০টি ইউনিয়নের নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। চরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ও আমিষের চাহিদা পূরণের উদ্দেশ্যে এই প্রকল্প নেয়া হয়েছে বলে জানান তিনি।
এই সময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান, সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী, সাটুরিয়া উপজেলা ভেটেনারি সার্জন ডা. মো. খোকন হোসেন, প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা নাজমুন্নাহার, প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, দৈনিক সংবাদের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি প্রকৌশলী মো. লুৎফর রহমান প্রমুখ।
সারাদেশ: কাজে আসছে না ৫৫ লাখ টাকা সেতু
অর্থ-বাণিজ্য: আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ালো ৩৭ শতাংশে
সারাদেশ: নীলফামারীতে মাদকসহ গ্রেপ্তার ২
অর্থ-বাণিজ্য: ইউনিয়ন ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন