ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জয়পুরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার , ১৯ জানুয়ারী ২০২৬ সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কারসহ তিনটি ম্যান্ডেট নিয়েই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মাদ রায়হান, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান এবং স্থানীয় সরকারের উপপরিচালক উত্তম রায়।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, আসন্ন গণভোটে কোনো ধরনের ভয়ভীতি উপেক্ষা করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সারাদেশ: কাজে আসছে না ৫৫ লাখ টাকা সেতু
অর্থ-বাণিজ্য: আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ালো ৩৭ শতাংশে
সারাদেশ: নীলফামারীতে মাদকসহ গ্রেপ্তার ২
অর্থ-বাণিজ্য: ইউনিয়ন ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন