‘সেবা নিন, সুস্থ থাকুন’ এই প্রতিপাদ্যে নাটোরে সিংড়ায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে।
সোমবার ১৯ জানুয়ারী ২০২৬ সকাল ১১টায় উপজেলার সিংড়া-২ টিএমএসএসের কার্যালয়ে টিএমএসএস এনজিও এর উদ্যোগে স্বাস্থ্য শিক্ষা ও ক্ষুদ্র ঋণ এর কর্মীদের উপস্থিতিতে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম এর উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টিএমএসএস সিংড়া-২ রিজিয়ন শাখা প্রধান শাহআলমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএস অপারেশন-১১ এর ডোমেইন প্রধান রফিকুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জোনের জোন প্রধান দেব নারায়ন সাহা, বগুড়া রিজিয়নের কো-অর্ডিনেটর সুলতান প্রামানিক, নাজিপুর রিজিয়ন প্রধান বিপ্লাব মিয়া, সাবেক সেনা সদস্য আবু বক্কর ছিদ্দিক, সাদেকুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ফিতা কেটে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রমের অফিস উদ্বোধন করেন টিএমএস অপারেশন-১১ এর ডোমেইন প্রধান রফিকুল ইসলাম। এবং পরে ঋণগ্রহীতা সদস্যদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
সারাদেশ: কাজে আসছে না ৫৫ লাখ টাকা সেতু
অর্থ-বাণিজ্য: আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ালো ৩৭ শতাংশে
সারাদেশ: নীলফামারীতে মাদকসহ গ্রেপ্তার ২
অর্থ-বাণিজ্য: ইউনিয়ন ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন