চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে এক শিশু নিহত এবং চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক বাদাম বিক্রেতার দু’পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল রোববার দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। ঢাকা-খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আড়াই বছরের আইমান সামির নামে এক শিশু নিহত হয়েছে। ওই দিন বেলা ১টার দিকে আলমডাঙ্গা পশুহাট রেল ব্রিজের কাছে এ ঘটনাটি ঘটে।নিহত আইমান সামির আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর দোয়ারপাড়া গ্রামের সোহাগ আলীর একমাত্র সন্তান। সে তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয়রা জানান, আইমানের নানা রেল বস্তিতে বসবাস করেন। ট্রেনের শব্দ শুনে শিশুটি দৌড়ে রেললাইনে চলে এলে ট্রেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এদিকে রবিউল ইসলাম (৫০) নামে এক বাদাম বিক্রেতা চুয়াডাঙ্গা রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে তার দু’টি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে চলন্ত ট্রেন থেকে নামতে গেলে লুঙ্গিতে পা জড়িয়ে পড়ে গেলে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে দু’পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
সারাদেশ: কাজে আসছে না ৫৫ লাখ টাকা সেতু
অর্থ-বাণিজ্য: আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ালো ৩৭ শতাংশে
সারাদেশ: নীলফামারীতে মাদকসহ গ্রেপ্তার ২
অর্থ-বাণিজ্য: ইউনিয়ন ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন