চুয়াডাঙ্গা প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠে নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পড়ানোর অভিযোগে অভিভাবকরা শিক্ষকদের অফিসকক্ষে তালাবদ্ধ করে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে। প্রদীপন বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষকদের অবরুদ্ধ করে পুরনো সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদানের দাবি তোলেন তারা। এ দাবিতে অভিভাবকরা বিক্ষোভ কর্মসুচি পালন করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় অভিভাবকদের দাবি অনুযায়ী আগের কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদানের সিদ্ধান্ত নেয়া হয়।
অভিভাবকরা জানান, গেল কয়েকদিন আগে অভিভাবকদের না জানিয়ে নতুন কারিকুলাম সিলেবাস তৈরি করে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এ নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পড়ালে তারা সেইভাবে কিছু বুঝতে পারবে না। প্লে, নার্সারি, কেজি ওয়ান ও কেজি টু শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের এই নতুন সিলেবাসে পড়ানো শুরু করেছে বিদ্যালয়ের শিক্ষকরা। এতে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের এ নতুন সিলেবাসের কারিকুলামে পড়াশোনা ভালো হচ্ছে না বলে অভিযোগ তোলেন। তারা বলেন, আগের মতো পুরনো কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদান করাতে হবে। তাহলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ফিরে আসবে। একপর্যায়ে দাবি না মানলে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে শিক্ষকদের অফিস কক্ষে তালাবদ্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। খবর পেয়ে জেলা প্রশাসনের বিদ্যালয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এসময় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদানের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এখন যেহেতু নতুন সিলেবাসের কারিকুলাম অভিভাবকরা মানছে না। তাই পুরনো কারিকুলামে শিক্ষার্থীদের পড়ানো নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত জেলা প্রশাসকের সাথে আলোচনা করে অভিভাবকদের জানানো হবে।
চুয়াডাঙ্গা প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের অধ্যক্ষ শহিদুল আলম বলেন, অভিভাবকদের দাবি অনুযায়ী পুরনো কারিকুলামে পড়ানো নির্দেশ পেয়েছি জেলা প্রশাসন থেকে। আগামী ক্লাসে শিক্ষার্থীদের পুরনো কারিকুলামের সিলেবাস অনুযায়ী পড়ানো হবে।
সারাদেশ: কাজে আসছে না ৫৫ লাখ টাকা সেতু
অর্থ-বাণিজ্য: আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ালো ৩৭ শতাংশে
সারাদেশ: নীলফামারীতে মাদকসহ গ্রেপ্তার ২
অর্থ-বাণিজ্য: ইউনিয়ন ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন