image
ছবিঃ সংগৃহীত

বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, বোয়ালখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ ঘর থেকে নুর উদ্দিন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরখিজিরপুর সাতঘড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে।

নুর উদ্দিন সাতঘড়িয়া পাড়ার আবুল কাসেম সওদাগর বাড়ির মৃত আবুল হাসেমের ছেলে। সে অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে ধারদেনায় জড়িয়ে পড়েছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি