সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে চেকপোস্টে তল্লাশিকালে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ভারতীয় ৪টি ক্যামো রঙের নতুন এয়ারগান ও ৬টি কালো রঙের নতুন এয়ারগান। সোমবার, (১৯ জানুয়ারী ২০২৬) ভোরে জৈন্তাপুরের ফতেপুর ইউনিয়নের অন্তর্গত পাখিটেকি করিচার ব্রিজের উত্তর পাশে চেকপোস্ট স্থাপন করে তল্লাশিকালে এগুলো উদ্ধার করা হয়।
সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, ভোরে ১টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে দুজন লোক চেকপোস্টের সামনে আসলে এ গাড়িটি থামানোর জন্য সংকেত প্রদান করে পুলিশ। এসময় মোটরসাইকেলসহ ১টি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে আরোহীরা দৌড়ে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ভারতীয় ৪টি ক্যামো রঙের নতুন এয়ারগান ও ৬টি কালো রঙের নতুন এয়ারগান এবং ১টি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়। এ-সংক্রান্তে জৈন্তাপুর মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞান ও প্রযুক্তি: জেনেসিস এআই কনফারেন্সের মাধ্যমে যাত্রা শুরু করলো মিলিয়নএক্স বাংলাদেশ
সারাদেশ: কাজে আসছে না ৫৫ লাখ টাকা সেতু
অর্থ-বাণিজ্য: আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ালো ৩৭ শতাংশে
সারাদেশ: নীলফামারীতে মাদকসহ গ্রেপ্তার ২