image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বদলগাছীতে সরিষাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)

নওগাঁর বদলগাছীতে সরিষা ক্ষেতের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ সকালে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জাবারীপুরহাট এলাকা থেকে এই লাশ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় খুব চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে মথুরাপুর ইউনিয়নের জাবারীপুর হাটের পাশে উত্তরপাড়া মাঠে কাজে যাওয়ার সময় কৃষকেরা হারুনের সরিষা ক্ষেতের পাশে জাম গাছের নিচে পড়ে থাকা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পান। খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা বলেন, গত কয়েক দিন ধরে এলাকায় কিছু অপরিচিত ব্যক্তিকে আনাগোনা করতে দেখা গেছে। তবে বিষয়টি সেইভাবে গুরুত্ব পায়নি। লাশ উদ্ধারের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। থানা-পুলিশ আরো জানায়, নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সরদার পাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে আশরাফুল (৩০)।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। রাতের কোনো একসময় হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে কিনা সেটি তদন্ত করা হচ্ছে। মৃতের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। হত্যার আলামত মিললে জড়িতদের শনাক্তে অভিযান চালানো হবে।

তিনি আরো বলেন, এই ঘটনাটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকা- হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি