হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার আউশকান্দি ও দেবপাড়া বাজারে এলপিজি গ্যাসের মূল্য, সরবরাহ ও মজুদ পরিস্থিতি যাচাইয়ে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।
অভিযানে সংশ্লিষ্ট বাজারগুলোতে এলপিজি গ্যাসের সরবরাহ ব্যবস্থা, মজুদ পরিস্থিতি এবং মূল্য পরিশিষ্ট-সংক্রান্ত বিষয়াদি সরেজমিনে পরিদর্শন করা হয়। যাচাইকালে দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩০৬ টাকা নির্ধারিত থাকলেও দেবপাড়া বাজারে একটি প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করছে।
এ অভিযোগে দেবপাড়া বাজারের ‘কথা ট্রেডার্স’ (প্রোপ্রাইটর: আজিজুর রহমান) নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে উপস্থিত অন্য খুচরা বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তাদের প্রতি এলপিজি গ্যাস ক্রয়ের সময় অবশ্যই ক্রয় মেমো সংগ্রহ করার আহ্বান জানানো হয়। কোনো রিটেইলার বা খুচরা বিক্রেতা মেমো দিতে অস্বীকৃতি জানালে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধও জানানো হয়।এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বিজ্ঞান ও প্রযুক্তি: জেনেসিস এআই কনফারেন্সের মাধ্যমে যাত্রা শুরু করলো মিলিয়নএক্স বাংলাদেশ
সারাদেশ: কাজে আসছে না ৫৫ লাখ টাকা সেতু
অর্থ-বাণিজ্য: আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ালো ৩৭ শতাংশে
সারাদেশ: নীলফামারীতে মাদকসহ গ্রেপ্তার ২