image
ছবিঃ সংগৃহীত

বদরগঞ্জে বস্তাবন্দী নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)

রংপুরের বদরগঞ্জে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর মরদেহ অবশেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় নিহত নারীর ভাই সবুজ হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। গত রোববার বদরগঞ্জ থানায় ওই মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার।

উল্লেখ্য ১৫ জানুয়ারি বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের চুতরির মোড় নামক স্থানের একটি ফাঁকা মাঠ থেকে ওই নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। সিআইডি ও পিবিআই সদস্যরা তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি। এ অবস্থায় বদরগঞ্জ থানা পুলিশ একটি সাধারণ ডাইরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করে এবং দাফনের জন্য বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। তবে দু’দিন পর গেয়েন্দা সংস্থা নিশ্চিত হয় তার নাম রিয়া আক্তার (২৮)। তার বাবার নাম মোক্তার হাওলাদার ও মায়ের নাম হাসিনা বেগম। বয়স ২৮ বছর। জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা হয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার ইন্দিরাগাতী এলাকা। এছাড়া বর্তমান ঠিকানা হিসেবে ঢাকার আজমপুর এলাকা উল্লেখ করা হয়। কিন্তু তিন দিন পর জানা গেল তার বাবার বাড়ি বরিশাল।

সম্প্রতি