image

আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১

প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রায় শতকোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১০। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার বুড়াইচ মধ্যপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, অভিযানের সময় বুড়াইচ মধ্যপাড়ার বাসিন্দা আকবার মোল্লার ছেলে সাদ্দাম মোল্লার বাড়ির দক্ষিণ পাশে থাকা একটি পুকুরে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে পুকুর থেকে প্রায় ১২৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সাদ্দাম মোল্লাকে আটক করে র‌্যাব। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

সম্প্রতি