রাজশাহী ব্যাটালিয়ন সদর বিজিবি গোপন তথ্যের ভিত্তিতে তিনটি বিশেষ টিম গত শনিবার রাতে সীমান্তবর্তী কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সময় ওই এলাকায় তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা একটি ব্যাগ হতে কাপড়ে মোড়ানো অবস্থায় ২টি ইউএস তৈরি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধার করা গোলাবারুদ ও অস্ত্র আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে গতকাল রোববার বিকেলে প্রেস ব্রিফিংয়ে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেন। এছাড়াও তিনি জানান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন(১ বিজিবি) এলকায় ৯টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশনের আওতাধীন ৬টি সংসদীয় আসনে ২৮ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন কেন্দ্রীয় রিজার্ভ ক-৯ সদস্য , পদ্মা নদীতে ৭টি স্পিডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফট, সীমান্তবর্তী ১৬টি বিওপির প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে ৭শ বিজিবি সদস্য মোতায়েন রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারী থেকে ১ ফ্রেরুয়ারির মধ্যে সব নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন শেষ হবে। সেনাবাহিনী, পুলিশ, আনসার ও র্যাবের পাশাপাশি বিজিব মোতায়েন রাখা হবে।