কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও সমাবেশে কটিয়াদী উপজেলা বিএনপির সহসভাপতি ও কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বিশ্বের বুকে নারী জাতিকে সম্মানিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য, পৌর বিএনপির সাবেক আহবায়ক গোলাম ফারুক চাষী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু, সহ-সভাপতি শফিকুর রহমান বাদল, মো. আতিকুর রহমান আতিক, মো. শহিদুল্লাহর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জায়দুল, উপজেলা কৃষক দলের সভাপতি আজিজুল হক শাহজাহান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, কটিয়াদী পৌর সভার সাবেক মহিলা কাউন্সিলর মোছা. তিতাস বেগম, পাকুন্দিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক আল ইমরান, জালালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুল আলম মাসুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নায়েম বাবুল, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান উবায়দুল, ইমরান কবির সজিবসহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা কর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» সিরাজদিখানে নিজ ঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

» শ্রীমঙ্গলে কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ৩

সম্প্রতি