শ্রীমঙ্গলে কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ৩

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সরকার বাজার এলাকায় রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে থার্মাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহত মো. আসাদুল ইসলাম ওই কারখানার সহকারী ম্যানেজার ছিলেন। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা। আহতরা হলেন- বয়লারের হেলপার মো. আব্দুল হাকিম (সিরাজগঞ্জ), ইলেকট্রিশিয়ান মো. আব্দুল বাশার চেস্তি (বগুড়া) এবং সার্ভিসিংয়ে আসা গোলাম রব্বানী (ঢাকা)।

রশনী পলি ফাইবারের রেসিডেন্স ম্যানেজার শাকিল আহমেদ জানান, মেশিনের রক্ষণাবেক্ষণের সময় ব্যাকফায়ারের কারণে দুর্ঘটনা ঘটেছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন। নিহতের পরিবারের পাশে থেকে সাহায্য করা হবে এবং ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» সিরাজদিখানে নিজ ঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

» কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া

সম্প্রতি