image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

হাজারীতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই

প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে এ ঘটনা ঘটে। জানাযায়, হাজী সফর আলী সড়ক সংলগ্ন একটি দোকানে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ৫টি কাঁচা দোকান পুড়ে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

সম্প্রতি