ঢাকার দোহার উপজেলায় সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে টিসিএল গ্রুপের সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নয়াবাড়ী এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া একই দিন বীর উত্তম জিয়াউর রহমান কিশোর ক্লাবের আত্মপ্রকাশ করা হয়।
এসময় আত্মপ্রকাশ করা এই ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অ্যাডভোকেট মনির হোসেন রানা বলেন, জিয়াউর রহমান ছিলেন জনগণের বন্ধু। তিনি জনগণের জন্য সবকিছু ত্যাগ করেছে। শুধু তাই নয় তার সহধর্মিণী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও ছিল আপোষহীন নেত্রী। আপনারা সবাই নেতা ও নেত্রীর জন্য দোয়া করবেন।
মনির হোসেন আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশে এসেছেন। একমাত্র তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ। এজন্য সকল দলমত ঊর্ধ্বে রেখে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
বীর উত্তম জিয়াউর রহমান কিশোর ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান দিনারের সার্বিক তত্ত্বাবধানে, এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল ওহাব মিয়া, প্রধান উপদেষ্টা জাতীয়বাদী কর আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট রমিজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই হারেজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
পরে কম্বল বিতরণ শেষে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।