image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহীর মৃত্যু

প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকচাপায় মো. আরিফ (১৯) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ফতেয়াবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙ্গামটি-খাগড়াছড়ি মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ রহমতঘোনার মুলুক শাহার বাড়ির আবদুর শুক্কুরের ছেলে। এ ঘটনায় নিহতের মামা বাইকচালক মামুনও আহত হয়েছেন।

জানাযায়, নন্দীরহাট এলাকা থেকে ফেরার পথে উল্লেখিত স্থানে বাইকের সামনে একটি রিকশা পড়ে যাওয়ায় চালক মামুন ব্রেক করলে দুর্ঘটনার শিকার হয়ে বাইকের পেছনে থাকা আরিফ সড়কে পড়ে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া নগরমুখী একটি ট্রাকের নিচে চাপা পড়ে পিষ্ট হয়ে আরিফের মাথার মগজ বেরিয়ে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাউজান হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি