দেশ উদার না উগ্রপন্থিদের হাতে যাবে–তা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত হবে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনকে ‘কঠিন পরীক্ষা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, “আজ আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। এই নির্বাচনে নির্ধারিত হবে যে, এই দেশ কি লিবারেল ডেমোক্রেটদের হাতে থাকবে? নাকি আপনার সমস্ত উগ্রপন্থি রাষ্ট্রবিরোধী লোকজনের মধ্যে থাকবে?
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন দলের মহাসচিব। সভায় মির্জা ফখরুল আরও বলেন, “আমাদের অবশ্যই সেই উদারপন্থি রাস্তা বেছে নিতে হবে, গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে, মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মহাসচিব বলেন, “সে কারণেই আমাদের ৩১ দফা, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে আট দফা দিয়েছেন আবার নতুন করে–ফ্যামিলি কার্ড, ফার্মারস কার্ড–এই বিষয়গুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনগণের সঙ্গে নিয়ে নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।“
বিএনপি মহাসচিব নেতাকর্মীদের বলেন, “ধানের শীষকে যদি আমরা জয়যুক্ত করি তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে। আমাদের মাতা বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে।”
আগের দিন সোমবার (১৯ জানুয়ারি) ছিল জিয়াউর রহমানের জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি পালন করছে দলটি।