image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মুক্তাগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রতিনিধি, মুক্তাগাছা (ময়মনসিংহ)

মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র ও মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে এক চা’চক্র ও মতবিনিময় সভায় মিলিত হন। সোমবার রাতে মুক্তাগাছা প্রেসক্লাব ভবনে প্রেসক্লাব সভাপতি এফ এম এ সালামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলীর সঞ্চলনায় এতে অন্যান্যের মধ্যে মতবিনিময়ে অংশ নেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম প্রমুখ। অনুষ্ঠানে প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র তার বক্তব্যে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকার বিষয় তুলে ধরে সার্বিক কর্মকান্ডে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘœভাবে সম্পন্নের লক্ষ্যে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আহবান জানান। এসময় তিনি গণভোটের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাংবাদিকদের সাথে কথা বলেন।

বিভিন্ন ইউনিয়নে গণভোট নিয়ে গণসচেতনামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করে এনিয়ে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

ওসি লুৎফুর রহমামান তার বক্তব্যে, মুক্তাগাছার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি