image
কালিয়াকৈর (গাজীপুর) : পিঠা উৎসবে অতিথিরা -সংবাদ

কালিয়াকৈরে পিঠা উৎসব পালিত

প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত গাজীপুর সৃষ্টি ক্যাডেট স্কুলে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার দিনব্যাপী স্কুলপ্রাঙ্গণে আয়োজিত এ পিঠা উৎসবে বিভিন্ন ধরনের দেশীয়- ভাপা, চিতই, পাটিসাপটা, দুধপুলি, তেলসহ নানা স্বাদের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। উৎসবে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শীতকালীন ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সৃষ্টি ক্যাডেট স্কুলের চেয়ারম্যান বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শিকড়ের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়া ও শীতকালীন ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ উৎসবের আয়োজন। হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মাহফুজুল আলম মাসুম ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল বাছেদ, গাজীপুর সৃষ্টি ক্যাডেট স্কুলের চেয়ারম্যান আজহারুল ইসলাম সরকার লিখন, বলিয়াদি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি