image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পটিয়ায় বাড়ছে চুরি ছিনতাই

প্রতিনিধি, পটিয়া

চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সদরের মধ্যে প্রতিদিন কোন না কান এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিত্যদিন ঘটছে চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড। কয়েকটি চুরির ঘটনায় জড়িতের ছবি সিসি টিভিতে দেখা গেলেও পুলিশ জড়িতদের গ্রেফতার করতে পারেনি। উপজেলার সম্প্রতি মনসা স্কুল অ্যান্ড কলেজ থেকে চুরি হওয়া ৯টি ল্যাপটপ ও ৭টি সিপিউসহ ১৬টি কম্পিউটার সরঞ্জাম এবং নগদ টাকাসহ চুরির ঘটনা ঘটে। গত ৪ জানুয়ারি রাতে সংঘটিত এই চুরির ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিলেও এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। কলেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কলেজের নৈশপ্রহরী ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে সংঘবদ্ধ চোর চক্র কলেজের একটি কক্ষের তালা ভেঙে ৯টি ল্যাপটপ, ৭টি সিপিউ এবং শিক্ষকদের কমন রুম থেকে নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার পরদিন ৫ জানুয়ারি পটিয়া থানার কালারপোল পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। কলেজের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, চোর চক্রের সদস্যরা মুখোশ পরে কলেজের ভেতরে প্রবেশ করেছিল।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি