উন্নত জাতি গঠন ও মানবসম্পদ উন্নয়নের গুণগত শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান উন্নয়ন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকালে বিদ্যালয়ের সৈয়দ আহমদুল হক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এতে বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম মিনা এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রাক্তন মুখ্য সচিব আবদুল করিম। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সৈয়দ মাহমুদুল হক? বিশেষ অতিথি ছিলেন লন্ডনে কর্মরত বিশিষ্ট চিকিৎসক সানাউল্লাহ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কর্মরত চিকিৎসক জিয়াউর রহমান, সাবেক ইংরেজি বিভাগের অধ্যাপক শুকলা, অধ্যাপিকা আনোয়ারা আলম, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের (বাউয়া) অবসরপ্রাপ্ত শিক্ষক হারুন অর রশিদ, জীবন বীমা কর্পোরেশনের সাবেক জিএম সেলিম নেওয়াজ, সানমার প্রপার্টিজের রিজিওনাল ম্যানেজার সানওয়ার, ইউসেপ বাংলাদেশ এর চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী মাসুদুল আলম প্রমুখ।
এসময় বেতাগীতে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হয়? এছাড়া অলাভজনক বেসরকারি সংস্থা ইউসেপ বাংলাদেশ এর সহায়তায় বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল যুব সমাজ গড়ে তোলা হবে বলে জানানো হয়। মতবিনিময় সভায় আশেপাশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকরাও অংশ নেন।
এসময় এসব বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী, শিক্ষক, প্রতিষ্ঠান এবং আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর কৃতী শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে যারা মেডিকেলে চান্স পেয়েছে তাদের পুরস্কৃত করা হয়। সম্মিলিত প্রয়াসে বেতাগীতে শিক্ষার মানোন্নয়ন এবং কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়তে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন সৈয়দ মাহমুদুল হক।
সারাদেশ: সামুদ্রিক কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত