খুলনার বটিয়াঘাটা উপজেলায় আমনের বাম্পার ফলনের পর বোরো ধান চাষের দিকে ঝুকেছে চাষিরা। বীজতলা তৈরির পর এখন বোরো ধান রোপনের ব্যস্ত কৃষক। উপজেলা কৃষি অফিসার আবু বকর সিদ্দিক জানান, এবার উপজেলায় ৭ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে। পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। ইতোমধ্যে বোরো চাষিদের বিনামূল্যে বীজ, সার ও পয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে। ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
সারাদেশ: সামুদ্রিক কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত