জাতীয় পর্যায়ে কারিগরি শাখায় শ্রেষ্ঠ শ্রেণীশিক্ষক নির্বাচিত হয়েছেন গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জেসমিন সুলতানা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইন্সট্রাক্টর (অ্যাপারেল ম্যানুফেকচারিং বেসিকস) জেসমিন সুলতানা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণীশিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাস্তবমুখী পাঠদান, শ্রেণীকক্ষে বাস্তবমুখী শিখন পদ্ধতির প্রয়োগ ও উন্নয়ন এবং প্রতিষ্ঠান পরিচালনায় পেশাদারিত্ব ও শৃঙ্খলা স্থাপনের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্প্রতি (৮ ডিসেম্বও ২০২৫) জেসমিন সুলতানা গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে পদন্নোতি পেয়েছেন। নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন তিনি। জেসমিন সুলতানা রাজধানী ঢাকার কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকার স্থায়ী বাসিন্দা।
তিনি বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগে ঢাকা বোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর ক্লদিং অ্যান্ড টেক্সটাইল বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ও এমএসসিতে প্রথম শ্রেণী লাভ করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বিএড সম্পন্ন করেন।
এ ছাড়া তিনি পেশাগত দক্ষতা উন্নয়নে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ন্যাশনাল স্কিল ডেবলপম্যান্ট বিষয়ে একাধিক কোর্স সম্পন্ন করেছেন।
গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণীশিক্ষক (কারিগরি) হিসেবে জেসমিন সুলতানার নির্বাচিত হওয়া গজারিয়া উপজেলার জন্য গর্বের বিষয়। তার এই অর্জন তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি গজারিয়ার সমগ্র শিক্ষা পরিবারের জন্য গৌরবের।
সারাদেশ: সামুদ্রিক কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত