image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পূর্বধলায় স্বামী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদন্ড

প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

নেত্রকোণার পূর্বধলা উপজেলার রুক্কু মিয়াকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যার দায়ে তার স্ত্রী রুবিনা আক্তারকে (২৮) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে নেত্রকোণার দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মুঞ্জুরি এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত রুবিনা আক্তার কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামের বাসিন্দা। পূর্বধলা উপজেলার বাসিন্দা রুক্কু মিয়ার সঙ্গে ১০ বছর আগে বিয়ে হয় রুবিনার। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। তারা সপরিবারে গাজীপুরে বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে হত্যাকান্ডের এক মাস আগে রুবিনা পূর্বধলা থেকে কলমাকান্দায় বাবার বাড়িতে চলে যান।

২০২১ সালের ১৪ মে ঈদের ছুটিতে রুক্কু মিয়া তার সন্তানদের দেখতে শ্বশুরবাড়ি কলমাকান্দায় যান। সেদিন রাতেই পারিবারিক কলহের জেরে স্ত্রী রুবিনা আক্তার ঘুমন্ত স্বামীর মাথায় কুঠার দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করেন। পরদিন ১৫ মে পুলিশ বিছানা থেকে রুক্কু মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই মো. আসাদ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশি তদন্ত ও ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই চূড়ান্ত রায় প্রদান করেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি