কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১১টি ইউনিয়নে গত তিন বছরে ১২২টি বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে ঐসব ইউনিয়নের বাসিন্দারা রয়েছে চরম বিপাকে।
এলাকাবাসী ও বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, গত তিন বছর যাবত কুমারখালী উপজেলার আলাউদ্দিননগর, যদুবয়রা, বাঁশগ্রাম, কসবা, চাঁদপুর, শিলাইদহসহ ১১টি ইউনিয়নে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয় যার ক্ষতি ৮৪ লক্ষাধিক টাকা। ট্রান্সফরমার চুরির ফলে গ্রাহকদের সেচ কাজ ব্যাহত হচ্ছে এবং দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে তাদের এমনকি স্থানীয়রা জমিতে সেচ, ব্যাটারি চার্জ দিতে পারছেন না এমনকি রাত হলে তাদের সন্তানেরা মোমবাতি জালিয়ে নিয়মিত পড়াশোনা করছেন। এতে করে বিদ্যুতের যন্ত্রাংশ দিন দিন নষ্ট হচ্ছে। এলাকার কৃষকরা জানান, সন্ধ্যার পর অনেক গ্রামের মাঠ এলাকায় একেবারেই ফাঁকা হয়ে যায়। এতে চোর চক্রের সদস্যরা অতি সহজে বিদ্যুতের খুঁটির ওপর উঠে বিদ্যুতের তার, ট্রান্সফরমার চুরি করে নিয়ে পালিয়ে যায় এবং দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়েছেন কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা।
বিদ্যুতের তার ও ট্রান্সফরমার চুরির কারণে অনেক অটোরিকশা চালক নিয়মিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে পারছেন না, যে কারনে ঠিকমত অটোরিকজশা চালাতেও পারছেন না। স্থানীয়রা জানান, বিদ্যুৎ অফিসের কর্তৃপক্ষের সঙ্গে কথা হলে তারা বলেন যে গ্রামে বিদ্যুতের তার ও ট্রান্সফরমান চুরি হয়েছে সেই গ্রামবাসীরা টাকা দিলে পুনরায় সংযোগ দেয়া সম্ভব হবে।
এ বিষয়ে কুমারখালী বিদ্যুৎ অফিসের ইনচার্জ জামাল বলেন, কয়েক বছর ধরে ১১টি ইউনিয়নে বিদ্যুতের তার ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। ইতোমধ্যে দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি করার মালামাল এবং চুরি সরঞ্জাম যন্ত্রপাতি উদ্ধার হয়েছে।
সারাদেশ: সামুদ্রিক কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত