image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

কালিয়াকৈরে গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পেশাজীবী, সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এএইচএম ফখরুল হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন।

উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম কর্মী, পুলিশ, আনসার, গ্রাম পুলিশসহ সর্বসাধারণ।

গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুন্দর নির্বাচন উপহার দেয়াই আমাদের একমাত্র লক্ষ্য। নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য সবার সহযোগিতা কামনা করছি।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি