image
শাহজাদপুর (সিরাজগঞ্জ) : মাটি কেটে ইটভাটায় বিক্রি করার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত -সংবাদ

শাহজাদপুরে কৃষিজমির মাটি ইট ভাটায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার দায়ে শাহ আলম নামে এক মাটি ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমানের ওই জরিমানা করেন। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করা হয়। মাটি ব্যবসায়ী শাহ আলম একই গ্রামের জুলমত হোসেনের ছেলে এবং গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের মালিকানাধীন ইটভাটার ম্যানেজার।

ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা গেছে, উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের কৃষিজমি থেকে এক্সেভেটর দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল একটি মহল। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় মাটি ব্যবসায়ী শাহ আলমকে ৫ লাখ টাকা জরিমানা করেন। এ সময় মাটিকাটা এক্সেভেটরটি জব্দ করা হয়। পাশাপাশি ওই ব্যবসায়ীর কাছ থেকে ভবিষ্যতে কৃষিজমি থেকে মাটি কাটবে না মর্মে মুচলেকা নেয়া হয়।

এ বিষয়ে মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি উপজেলার বিভিন্ন কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে মশিপুর গ্রামের কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে শাহ আলম নামে এক মাটি ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, কৃষিজমি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি