নরসিংদীর পলাশে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকরী ভূমিকা রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী অফিসার (ভূমি) রাকিন মাসরুর খান, উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, সমাজ সেবা অফিসার মাছুম আহমেদ, পলাশ থানার সেকেন্ড অফিসার মো. রাকিব, পলাশ উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙ্গীর কবির, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা এনসিপির সমন্বয়ক সাইদুল ইসলাম রাকিব, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের নরসিংদী জেলার আহব্বায়ক আব্দুর রহীম কাশেমী প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠ করার লক্ষ্যে অবৈধ অস্ত্র ও মাদক নির্মুল রোধে মাঠে আমরা কাজ করছি। অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে আরও কঠোর ও সচেতনভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উপজেলার প্রতিটি নাগরিক যেন নিরাপদে বসবাস করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
সারাদেশ: সামুদ্রিক কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত