image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাঙ্গুনিয়ায় শীতার্তদের পাশে উপজেলা ক্রীড়া সংস্থা

প্রতিনিধি, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)

শীতের তীব্র ঠান্ডা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাঙ্গুনিয়া উপজেলার অসহায় মানুষের জন্য ছোট একটি আশার আলো হয়ে উঠেছে রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। গতকাল সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, ‘এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে বন্ধুত্ব ও সহমর্মিতা গড়ে তুলতে সাহায্য করে।’ এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পণ দেওয়ান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য রিদোয়ান কাদের, ইকবাল আহমেদ বেলাল, তাহানিয়াজ মোরশেদ তোহা এবং সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন। শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দিতে গিয়ে তারা জানান, সামান্য সহযোগিতাও কারও জীবনকে অনেক সহজ করতে পারে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি