আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা রোধ এবং সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ময়মনসিংহে বিশাল কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ সেক্টরের অধীনে থাকা ৭টি জেলার ৩৯টি সংসদীয় আসনে মোতায়েন করা হচ্ছে ১২৬ প্লাটুন বিজিবি সদস্য, যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠ পর্যায়ে সক্রিয় থাকবে।
গতকাল সোমবার দুপুরে নগরের খাগডহর ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯-বিজিবি) মাল্টিপারপাস শেডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নুরুল আজিম বায়েজিদ।
সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সাতটি জেলা বিজিবির জন্য বড় চ্যালেঞ্জ। এই বিশাল এলাকার ৩৯টি সংসদীয় আসনে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
মোট ১২৬ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী মাঠে থাকবেন। এর মধ্যে ১১টি সীমান্ত উপজেলায় বিজিবি এককভাবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে। নির্বাচন উপলক্ষে আড়াই হাজার সদস্যের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত ২০২৫ সালে এই সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়নসমূহ অভিযান চালিয়ে ১৪৭ জন আসামিকে গ্রেপ্তার এবং প্রায় ৫৮ কোটি ৪০ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে।
সারাদেশ: সামুদ্রিক কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত