image
বেগমগঞ্জ (নোয়াখালী) : প্রশাসনের উদ্যোগে সড়কের দুপাশে অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ -সংবাদ

বেগমগঞ্জে সড়ক নির্মাণে ৪২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা থেকে কেন্দুরবাগ পর্যন্ত ৪২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ফোরলেন সড়ক এর কাজ করার লক্ষ্যে সড়কের দুপাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে দখলকারীদের বিরুদ্ধে গতকাল সোমবার সকাল ১০টায় চৌরাস্তা থেকে এই অভিযান শুরু করে প্রশাসন।

বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে উক্ত অভিযানের শুরুতেই অবৈধ দখলদার ও ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে প্রশাসন। পরে সকাল ১১টার দিকে শুরু করে একটানা বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চৌরাস্তা থেকে শুরু করে কেন্দুরবাগ বাজার পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বের সরকারি জায়গায় অবস্থিত বিভিন্ন দোকানপাট ও কাঁচা-পাকা বসতঘরসহ ৪২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন নাইমুজ্জামান, ওয়ারেন্ট অফিসার নাছির উদ্দিন, নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকোশলী ফরিদ উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন, একদল সেনাবাহিনী, টহল পুলিশ, গ্রাম পুলিশ, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের লোকজন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন বলেন বেগমগঞ্জের চৌরাস্তা থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত চলমান হাইওয়ে রোড বাস্তবায়নের লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা বেশ কয়েকদিন থেকে বেগমগঞ্জের চৌরাস্তা থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য প্রচার প্রচারনা চালিয়ে আসছি। ওই সড়কের দুপাশে অনেকেই তাদের নিজ উদ্যেগে বিভিন্ন স্থাপনা সরিয়ে নিলেও অধিকাংশ অবৈধ দখলদার স্থাপনাগুলো সরিয়ে না নেওয়ায় আজ আমরা অভিযান চালিয়ে ৪২০টি স্থাপনা উচ্ছেদ করি। ধারাবাহিক ভাবে চৌরাস্তা থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বেগমগঞ্জের চৌরাস্তা থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত হাইওয়ে সড়ক নির্মাণের লক্ষ্যে সরকার বিগত ১৯৮২ সালে ভূমির মূল্যের ৩ গুণ টাকা ভূমি মালিকদের দিয়ে সরকার সড়কের দুপাশে ওই জায়গাগুলো অধিগ্রহণ করেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি