image
ছবিঃ সংগৃহীত

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

বাগেরহাটে শহীদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। জেলা বিএনপির আয়োজনে দলের প্রতিষ্ঠাতাকে স্মরণে জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।

জেলা শহরের সোনাতলা বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ (বাগেরহাট সদর কচুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিষ্টার শেখ মো. জাকির হোসেন। অনুষ্ঠানে বাগেরহাট পৌরসভা, সদর উপজেলা ও কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, আয়েশা আক্তার মানি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ ও শমসের আলী মোহন, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি