বাগেরহাটে শহীদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। জেলা বিএনপির আয়োজনে দলের প্রতিষ্ঠাতাকে স্মরণে জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।
জেলা শহরের সোনাতলা বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ (বাগেরহাট সদর কচুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিষ্টার শেখ মো. জাকির হোসেন। অনুষ্ঠানে বাগেরহাট পৌরসভা, সদর উপজেলা ও কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, আয়েশা আক্তার মানি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ ও শমসের আলী মোহন, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সারাদেশ: সামুদ্রিক কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত