image
ছবিঃ সংগৃহীত

ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের উদ্যোগে কম্বল বিতরণ

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠি রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ৫০০ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার সকালে ঝালকাঠি রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয় মাঠে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওসার হোসেন। তিনি নিজ হাতে শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নেতা মাহবুবুল হক নান্নু।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি