রংপুরের গঙ্গাচড়া থানা পুলিশ ও লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্যসহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত রোববার রাতে লালমনিরহাট জেলা ডিবি পুলিশের একটি টহল দল নিয়মিত টহলের সময় একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেয়। তবে সংকেত অমান্য করে গাড়িটি দ্রুত কাকিনা ও রংপুর সড়ক হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে সন্দেহ হলে ডিবি পুলিশ কাভার্ড ভ্যানটিকে ধাওয়া করে। একপর্যায়ে কাভার্ড ভ্যানটি রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকায় প্রবেশ করলে বিষয়টি গঙ্গাচড়া থানা পুলিশকে জানানো হয়।
পরে গঙ্গাচড়া থানা পুলিশ দ্রুত মহিপুর তিস্তা সেতু এলাকায় অবস্থান নেয় এবং সেখানে যৌথভাবে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানটি আটক করা হয়। তবে চালক পরিস্থিতি বেগতিক দেখে গাড়িটি রেখে পালিয়ে যায়।
পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ভারতীয় নিষিদ্ধ মোট ৮৮৫ বোতল ফেনসিডিল, এস্কাপ ও ফেয়ার ডিল নামের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর ও লালমনিরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিষয়ে রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, লালমনিরহাট জেলা ডিবি পুলিশের টহল দল কাভার্ড ভ্যানটিকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করলে গাড়িটি জেলা সীমান্ত অতিক্রম করে রংপুর জেলার গঙ্গাচড়া এলাকায় প্রবেশ করে। গঙ্গাচড়া থানা পুলিশের সহযোগিতায় যৌথভাবে মাদকসহ কাভার্ড ভ্যানটি আটক করা হয়।
রর
অর্থ-বাণিজ্য: চলতি অর্থবছরে রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াবে: গভর্নর
অর্থ-বাণিজ্য: ডিএসইতে লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়ালো
অর্থ-বাণিজ্য: ২৬ বিষয়ে সিদ্ধান্ত নিতে অর্থ বিভাগের অনুমোদন লাগবে
সারাদেশ: সামুদ্রিক কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত