জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে যশোরের চৌগাছা উপজেলায় এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে হামলাকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চৌগাছা উপজেলার সলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।
নিহত মুদি দোকানির নাম রফিকুল ইসলাম (৩৫)। তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে এবং সলুয়া বাজারে মুদি ব্যবসা করতেন। গণপিটুনিতে নিহত ব্যক্তি মোহাম্মদ পলাশ, তিনি একই গ্রামের হযরত আলীর ছেলে।
ওসি রেজাউল করিম জানান, সম্প্রতি রফিকুল ইসলাম পলাশের কাছ থেকে একটি জমি কেনেন। তবে জমিটি বিক্রির পর পলাশ আবার তার মা ও বোনের নামে ‘হক সেবা’ দলিল করে দেন। এ নিয়ে রফিকুল ও পলাশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এই বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে সলুয়া বাজারে নিজের দোকানে যাওয়ার পথে স্থানীয় কলেজের সামনে রফিকুল ইসলামের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান পলাশ। এতে রফিকুল গুরুতর আহত হন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে পলাশকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয় বলে জানান ওসি।
পরে আহত অবস্থায় রফিকুল ইসলামকে বেলা ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথে বিকাল সাড়ে ৪টার দিকে নড়াইল এলাকায় রফিকুল মারা যান।
সন্ধ্যা ৬টার দিকে স্বজনরা রফিকুল ইসলামের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে ফিরিয়ে আনেন বলে জানান পুলিশ।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, মোহাম্মদ পলাশকে পুলিশ মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। অন্যদিকে, রফিকুল ইসলামের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।