image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বোদায় ট্রাক-অটো সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৬

প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ের বোদায় পাথর বোঝাই ট্রাক ও অটো সিএনজি মুখোমুখি সংঘর্ষে খোইটালী বর্মন (৫০) ও এক অজ্ঞাতনামা নারীসহ ২ জন ঘটনাস্থলে নিহত হয়েছে। আড়াই বছরের নাসির ও দুই বছর বয়সের শিশু হিমেলসহ ৬ জন গুরুতর আহত হয়েছে।

আহতদের মধ্যে ৫ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও ১ জনকে রংপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার বোদা-দেবীগঞ্জ পাকা সড়কে চন্দনবাড়ী বাজার নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত খোইটালী বর্মন এর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের চেপ্টিপাড়া গ্রামে। সে ওই গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী। নিহত খোইটালী বর্মন দেবীগঞ্জের লক্ষ্মীরহাট এলাকায় জামাইয়ের বাড়িতে মেহমান খেয়ে অটো সিএনজিতে বাড়ি ফিরছিলেন। নিহত অন্য নারীর পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে যাত্রীসহ অটো সিএনজিটি বোদার দিকে আসছিল, অপরদিকে বোদা থেকে পাথর বোঝাই একটি ট্রাক দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ওই স্থানে অটো সিএনজিটি একটি মিথিলা ভ্যানকে ওভারটেক করে সামনে এগোলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে অটো সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ২ নারীর ঘটনাস্থলে মৃত্যু হয় এবং ২ শিশুসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতদের প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করেছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি