image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ধনবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলের ধনবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ধনবাড়ী প্রেসক্লাবে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দেন, মধুপুর সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত। তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য পারস্পরিক পরিচিতি, বোঝাপড়া এবং ধনবাড়ী ও মধুপুর উপজেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করা। সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা নিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের এ প্রেক্ষাপটে গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম, যার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ এবং সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। ধনবাড়ী মধুপুরের প্রতিটি এলাকায় সহিংসতাসহ সকল অপরাধ দমনে সেনা বাহিনী টহল অব্যাহত রেখেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিরপেক্ষ তথ্য উপস্থাপন এবং জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়।

উপস্থিত গণমাধ্যমকর্মীরা সেনাবাহিনীর এ সৌহার্দপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরোও বক্তব্য দেন, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক এন টিভির সাংবাদিক হাফিজুর রহমান, সহসভাপতি আমার সংবাদ প্রতিনিধি সৈয়দ সাজন আহমেদ রাজু, স্বাধীন বাংলা নিউজ টিভির সাংবাদিক এস এম আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জনতার নিঃশ্বাস পত্রিকার প্রতিনিধি মাহেদুল হাসান, কার্যকরী সদস্য যুগান্তরের সাংবাদিক এস এম শহীদ, গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক জাহিদুল ইসলাম, মানবজমিন পত্রিকার সাংবাদিক হাবিবুর রহমান, মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক পলাশ ইসলাম, সাংবাদিক নুরনবী, জাহিদ সরকার, সোহাগ হোসেনসহ অন্যরা। এ সম্পর্ক টাঙ্গাইল জেলার ধনবাড়ী ও মধুপুরে স্থিতিশীলতা ও অগ্রগতিতে একটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে সবাই অভিমত ব্যক্ত করেন। সভায় ধনবাড়ী প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমকর্মীদের ভূমিকাসহ নানা বিষয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা মতবিনিময় করেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি