image

মহেশপুরে অসুস্থ হিমালয় শকুন উদ্ধার

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিরল প্রজাতির হিমালয়ের গৃধিনী শকুন (Gyps himalayensis) অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়ার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক কৌতূহল ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) রাতের বেলা উপজেলার নাটিমা গ্রামে বিশালাকৃতির এই শকুনটি উড়তে না পেরে মাটিতে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন। পাখিটির অস্বাভাবিক আকার ও দুর্বল অবস্থা দেখে তিনি সেটিকে নিরাপদে বাড়িতে নিয়ে যান।

প্রথমে গ্রামবাসীরা পাখিটিকে চিনতে না পারলেও খবর ছড়িয়ে পড়লে মহেশপুরে ভিড় জমে যায়। পরে প্রকৃতিপ্রেমী ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মী মোবারক হোসেন বিষয়টি জানতে পেরে দ্রুত মহেশপুর বন বিভাগের ডেপুটি রেঞ্জার মো. শফিকুল ইসলামকে অবহিত করেন। রাত আনুমানিক ১০টার দিকে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে শকুনটিকে নিজেদের হেফাজতে নেন। পরদিন বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের সহায়তায় মহেশপুর প্রাণিসম্পদ অধিদপ্তরে এর চিকিৎসা শুরু হয় এবং খুলনার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শকুনটির চিকিৎসা ও পর্যবেক্ষণ চলমান রয়েছে; দুই দিনের মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হলে মহেশপুরের প্রাকৃতিক পরিবেশেই অবমুক্ত করা হবে, আর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হবে।

বিশেষজ্ঞদের মতে, ডিসেম্বর-জানুয়ারি মাসে হিমালয় অঞ্চলে তীব্র শীত ও খাদ্য সংকটের কারণে এই প্রজাতির শকুন দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিচু অঞ্চলে চলে আসে এবং অনেক সময় দুর্বল হয়ে পড়ে। প্রায় ৮ ফুট পর্যন্ত ডানার বিস্তৃতির এই বিরল শকুনের উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম স্থানীয় মানুষের সচেতনতা, বন বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি