চুয়াডাঙ্গায় বিদ্যুৎ বিভাগের একটি সরকারি পরিত্যক্ত আবাসিক ভবনের কক্ষ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর সারে ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়া আবাসিক এলাকার ওই পরিত্যক্ত দ্বিতল ভবন থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম সাগর খান (৪৫)। তিনি কুষ্টিয়া জেলার বড় আইলচারা গ্রামের আনোয়ার খানের ছেলে। সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি কয়েকদিন ধরে ওই পরিত্যক্ত ভবনে রাতযাপন করে আসছিলেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি সেখানে মারা যান। পরে তার পরিচয় শনাক্ত করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার সাব-ইনসপেক্টর অনজ কুমার সরকার বলেন, চুয়াডাঙ্গা পৌর শহরের একটি সরকারি পরিত্যক্ত ভবন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহটি উদ্ধার শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সারাদেশ: জীবননগরে অধিকংশ ইটভাটার অনুমোদন নেই
সারাদেশ: ইছামতি নদী এখন বিস্তীর্ণ ফসলের মাঠ
আন্তর্জাতিক: সাগরের ৪০০ মিটার গভীরে টানেল নির্মাণ করছে নরওয়ে
আন্তর্জাতিক: রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২