image
ছবিঃ সংগৃহীত

দামুড়হুদায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা শুরু

সংবাদ অনলাইন রিপোর্ট

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী এ কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস।

এরপর উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি আয়োজন এবং প্রদর্শনকৃত ১৪টি স্টল পরিদর্শন করা হয়।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। চুয়াডাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে ও দামুড়হুদা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস বলেন, যশোর অঞ্চলের ৭টি জেলায় বিভিন্ন প্রকার বাণিজ্যিক কৃষি সম্প্রসারণ ঘটেছে। একই জমিতে দুটি ফসলের আবাদ করছে এখানকার কৃষকরা। এই মেলায় কৃষকদের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হবে। এই প্রযুক্তি ও জ্ঞান প্রয়োগ করে কৃষকরা যেন কৃষি ক্ষেত্রে উন্নতি করতে পারে সে ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল, যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী।

মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৪টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে উন্নত জাতের ফসল, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষিযন্ত্র প্রদর্শন করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি