image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গজারিয়ায় মেঘনা নদী থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার করেছ নৌ-পুলিশ

মহিউদ্দিন মোহাম্মদ, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ডুবারচর এলাকা-সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তথ্যয়ের সত্যতা নিশ্চিত করে, গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সরজিত কুমার ঘোষ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ বেলা ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

উদ্ধার হওয়া মরদেহের পরিহিত পোশাকের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার নাম জয় চক্রবর্তী (৩৩)। সে কুমিল্লা জেলার স্বদেশ চক্রবর্তীর ছেলে।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ডোবারচর এলাকা-সংলগ্ন মেঘনা নদী থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছি পুলিশ।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি